অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদের দিন মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উপলক্ষে দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া, রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার গজনভী রোডের মুক্তিযোদ্ধা টাওয়ার ১-এ মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা স্বরূপ ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার তাঁদের কাছে উপহার হস্তান্তর করেন।

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পয়লা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করার জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা মোহাম্মদপুরে ১৩ তলাবিশিষ্ট আবাসিক-বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ তাদের পুনর্বাসন ও বাসস্থানের জন্য প্রধান পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

XS
SM
MD
LG