অ্যাকসেসিবিলিটি লিংক

মীরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ পর্যটককে উদ্ধার


মীরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ পর্যটককে উদ্ধার
মীরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ পর্যটককে উদ্ধার

চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের পাহাড়ি এলাকায় ঝরণা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ শিক্ষার্থী পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া এসব শিক্ষার্থীরা মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ির পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পাগাড়ের গহীনে আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পাহাড়ের গহীন জঙ্গল থেকে তাদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাহাড়ে আটকে পড়া পর্যটকেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও গ্রিন হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাই। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমরা এসএসসিতে সবাই চট্টগ্রাম নগরীর এলাকার সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলাম। ঈদের ছুটিতে বাড়িতে এসে সব বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাওয়ার পরিকল্পনা করি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি কবির হোসেন বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে এসে মঙ্গলবার দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। এ সময় ৯৯৯-এ কল দিয়ে মীরসরাই থানা পুলিশের সহযোগিতা নেয় তারা।

তিনি আরও বলেন, পরে মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

XS
SM
MD
LG