অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর প্রদেশে পকসো, গোহত্যা, ধর্মান্তকরণ, ধর্ষণ, খুনের মামলার দ্রুত নিষ্পত্তিতে এল পুলিশের ‘অপারেশন কনভিকশন’


ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে শিশুদের উপর যৌন নির্যাতন, গোহত্যা, ধর্মান্তকরণ, ধর্ষণ এবং খুনের মামলায় দ্রুত সুবিচার করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল উত্তরপ্রদেশ পুলিশ।

নয়া এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কনভিকশন’। এর অধীনে অভিযুক্ত বা অপরাধীদের দ্রুত গ্রেফতারি, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ, পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত, আদালতে মামলাগুলির সঠিক পরিবেশনা ইত্যাদি নিশ্চিত করবে পুলিশ, যার ফলে যথাসম্ভব কম সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি দেওয়া যায়।

একটি অফিসিয়াল বিবৃতিতে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, প্রতিটি কমিশনারেট/জেলাকে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পকসো আইনের অধীনে নথিভুক্ত করা মামলাগুলি ছাড়াও ‘অপারেশন কনভিকশন’-এর অধীনে ২০টি মামলা চিহ্নিত করতে হবে। এছাড়া যেসব অপরাধগুলো চিহ্নিত করা গেছে ইতিমধ্যেই, সেগুলির ক্ষেত্রে সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দিতে হবে পুলিশকে।

পুলিশের পক্ষ থেকে হিন্দিতে করা একটি টুইটে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অপরাধীদের প্রতি ‘জিরো টলারেন্স নীতি’ নেওয়া হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি সুনিশ্চিত করার জন্য নতুন কর্ম-প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার নাম 'অপারেশন কনভিকশন'। চিহ্নিত হওয়া মামলাগুলির বিচারের জন্য পুলিশের সদর দফতর পর্যায়ে ওয়েব পোর্টাল তৈরি করা হবে, যেখানে প্রতি সপ্তাহে কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে, এবং উর্ধ্বতন আধিকারিকরা তা নিয়মিত পর্যবেক্ষণ করবেন, জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ।

XS
SM
MD
LG