অ্যাকসেসিবিলিটি লিংক

বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যাবে; জানালেন মেয়র তাপস


বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যাবে; জানালেন মেয়র তাপস
বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যাবে; জানালেন মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, “আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পবিত্র ঈদুল আজহার দিন ঝড়বৃষ্টি হতে পারে। তাই, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা যাতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।”

মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।মেয়র তাপস বলেন, “ভারী বৃষ্টি হলেও এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা যাবে। এছাড়া, ঈদগাহ ময়দানে জলাবদ্ধতা রোধের প্রস্তুতিও নেয়া হয়েছে।”

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় আমরা প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করছি। তাই, মুসুল্লিদের যাতে কোনো সমস্যা না হয়, সে রকম ব্যবস্থা নেয়া হয়েছে। আজ (২৭ জুন) যেমন অল্প বৃষ্টি হয়েছে; এমন অল্প বৃষ্টিতে অবশ্যই নামাজ আদায় সম্ভব হবে।” জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। প্যান্ডেলের অভ্যন্তরে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

XS
SM
MD
LG