অ্যাকসেসিবিলিটি লিংক

খারাপ আবহাওয়ায় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, নিরাপদেই ফিরল দেশে


খারাপ আবহাওয়ায় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, নিরাপদেই ফিরল দেশে।
খারাপ আবহাওয়ায় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, নিরাপদেই ফিরল দেশে।

রবিবার ২৫ জুন থেকে গভীর নিম্নচাপের জেরে উত্তর ভারতে শুরু হয়েছে তুমুল বর্ষণ। খারাপ আবহাওয়ার জেরে বাতিল হয়েছে একাধিক বিমান। এমনকি, প্রতিকূল আবহাওয়ার ফলে অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে অবতরণ করতে পারেনি একাধিক বিমান।

রবিবার শ্রীনগর জম্মুর একটি ইন্ডিগো বিমান আবহাওয়ার কারণে অবতরণ ঘটাতে পারেনি নির্দিষ্ট বিমানবন্দরে। ফলে, মাঝ আকাশেই দীর্ঘক্ষণ চক্কর দিচ্ছিল বিমানটি। এমনকি খারাপ আবহাওয়ার কারণে সীমানা ভেদ করে পাকিস্তানের আকাশে ঢুকে পড়তে বাধ্য হয় বিমানটি।

পরে অবশ্য অমৃতসরে অবতরণ করে সেই বিমান। সূত্রের খবর, জম্মু বিমান বন্দরে নামার কথা ছিল এই বিমানের। কিন্তু আবহাওয়ার কারণেই ঘটে এমন বিপত্তি।

বিমানটি নিরাপদে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইন্ডিগোর কর্তারা। ইন্ডিগো বিমানের এক কর্তার কথায়, "বেশিক্ষণ পাকিস্তানের আকাশে চক্কর দিতে হলে বড় বিপদে পড়তে পারত বিমানটি। হতে পারত নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও।" তবে খারাপ আবহাওয়ার ভ্রূকুটি এড়িয়ে শেষ পর্যন্ত দেশের বিমান বন্দরেই নামতে বিমানটি নামতে পারে।

XS
SM
MD
LG