অ্যাকসেসিবিলিটি লিংক

রপ্তানি আয়ের জন্য ডলারের নতুন বিনিময় হার ১০৭ দশমিক ৫ টাকা


US dollar bill
US dollar bill

বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য ডলারের বিনিময় হার প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর সোমবার (২৬ জুন) অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাফেদা ও এবিবি’র একটি যৌথ কমিটি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার নির্ধারণের দায়িত্ব পালন করছে।

সোমবারের ঘোষণার পর, রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৭ টাকা ৫০ পয়সা। অন্যদিকে প্রবাসী আয়ের (রেমিটেন্স) ক্ষেত্রে ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সা অপরিবর্তিত রয়েছে। আর, সর্বোচ্চ আন্তঃব্যাংক রেটও প্রতি ডলার ১০৯ টাকা অপরিবর্তিত রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে, গত বছরের মার্চ থেকে বাংলাদেশে ডলার সংকট প্রকট হয়ে ওঠে। এ সংকট মোকাবেলায়, বাংলাদেশ ব্যাংক শুরুতে ডলারের বিনিময় হার নির্ধারণ করতে থাকে। এতে সংকট আরো তীব্র হয়। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বিনিময় হার নির্ধারণের দায়িত্ব থেকে সরে আসে।

এবিবি ও বাফেদাকে এ দায়িত্ব দেয়া হলেও, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করেই দাম পরিবর্তন করা হয়। এরপর থেকে এ দুই সমিতি যৌথভাবে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের জন্য ডলারের মূল্য নির্ধারণ করে আসছে। কার্যত, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এ দুটি সংগঠন।

XS
SM
MD
LG