অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই থেকে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ১ কোটি পরিবার: সাধন চন্দ্র মজুমদার


ঢাকার বাবুবাজার শহরের সবচেয়ে বড় পাইকারি বাজারে চালের বস্তার পাশে বসে দোকানের হিসাব করছেন একজন আরতদার। (ফাইল ছবি)
ঢাকার বাবুবাজার শহরের সবচেয়ে বড় পাইকারি বাজারে চালের বস্তার পাশে বসে দোকানের হিসাব করছেন একজন আরতদার। (ফাইল ছবি)

বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, “ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) -এর কার্ডধারী পরিবারগুলোকে ১ জুলাই থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে। আর, বর্তমানে এক কোটি পরিবার টিসিবি পণ্য পাচ্ছে। ১ জুলাই থেকে কার্ডধারীরা ৫ কেজি চালসহ অন্যান্য সামগ্রীও পাবেন।”

রবিবার (২৫ জুন) সচিবালয়ে বোরো ধান সংগ্রহের অগ্রগতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, “ওপেন মার্কেট সেলস (ওএমএস) ডিলারদের মাধ্যমে চাল সরবরাহ করা হবে।”

সাধন চন্দ্র মজুমদার বলেন, “চালের দাম কিছুটা বাড়ার পর, সারাদেশে আড়াই হাজার ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ওএমএসের মাধ্যমে অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।” তিনি আরো বলেন, “এছাড়া আমরা খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে নিয়মিত চাল দিচ্ছি এবং তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।”

বোরো ধান সংগ্রহের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, “চলমান বোরো সংগ্রহ মৌসুমে, ২৪ জুন পর্যন্ত সরকার ৬ লাখ ৫৬ হাজার ৫৮৭ মেট্রিক টন চাল এবং ১ লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। আমরা ১২ দশমিক ৫ লাখ মেট্রিক টন চাল এবং ৪ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই জুনে আমাদের লক্ষ্য পূরণ হবে বলে আশা করছি।”

XS
SM
MD
LG