অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার ঢাকা আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোইক্স


জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোইক্স
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোইক্স

আগামী রবি ও সোমবার (২৫-২৬ জুন) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের প্রস্তুতি সভা। এই সভায় যোগ দিতে রবিবার (২৫ জুন) ঢাকা আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) জিন পিয়েরে ল্যাক্রোইক্স।

সেক্রেটারি জেনারেলের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, “২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে, চারটি বিষয়ভিত্তিক সম্মেলনের সিরিজের মধ্যে এটিই প্রথম।”

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের যৌথভাবে এই প্রস্তুতি সভার আয়োজন করেছে। এই সভার প্রতিপাদ্য হলো ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারী’।

দুই দিনব্যাপী এই বৈঠকে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অর্থবহ অংশগ্রহণ এবং লিঙ্গ-সংবেদনশীল নেতৃত্বকে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হবে। আর, অগ্রগতি, চ্যালেঞ্জ ও কার্যকর অনুশীলন নিয়ে আলোচনা করতে, সৈন্য ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি এবং জাতিসংঘ শান্তিরক্ষী বিশেষজ্ঞদের স্বাগত জানানো হবে।

জিন পিয়েরে ল্যাক্রোইক্স, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই বৈঠকে যোগ দিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশের পর, ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নেপাল ও ভুটান সফর করবেন ল্যাক্রোইক্স।তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামোসহ জাতিসংঘ শান্তি কার্যক্রমে দেশগুলোর চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘ বলছে, শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যেসব কমিউনিটিতে কাজ করে, তাদের ওপর শান্তিরক্ষা কার্যক্রমের প্রভাব জোরদার করার সম্মিলিত প্রচেষ্টায়, সদস্য রাষ্ট্রগুলোর একত্রিত হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের বৈঠক একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ২০২৩ সালের ৫-৬ ডিসেম্বর ঘানার আক্রায় শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর একটি। দক্ষিণ এশীয় দেশটি ১৯৮৮ সালে সংস্থার সঙ্গে কাজ করার জন্য প্রথম ইউনিফর্মধারী কর্মী মোতায়েন করে। তখন, ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তার জন্য বাংলাদেশের কর্মীদের মোতায়েন করা হয়েছিলো।জাতিসংঘের মতে, গত তিন দশকে বাংলাদেশের কর্মীরা যেসব দেশে সেবা দিয়েছেন, সেখানে এই সাহসী পুরুষ ও নারীদের অবদান অপরিসীম।

এদিকে, জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড শুক্রবার(২৩ জুন) ঢাকায় এসেছেন। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানান। সফরকালে জাতিসংঘের এই দুই শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

XS
SM
MD
LG