অ্যাকসেসিবিলিটি লিংক

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সুবিধা কাজে লাগাতে হবে: টিপু মুনশি


রাজধানী ঢাকার গুলশানে শুটিং কমপ্লেক্সে ভুটান দূতাবাস আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ মেলায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানী ঢাকার গুলশানে শুটিং কমপ্লেক্সে ভুটান দূতাবাস আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ মেলায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশ এবং ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য ও ট্রানজিট চুক্তির সুবিধা কাজে লাগিয়ে, দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অগ্রণী পালন করতে, ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২৩ জুন) রাজধানী ঢাকার গুলশানে শুটিং কমপ্লেক্সে ভুটান দূতাবাস আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “বাংলাদেশ ও ভুটান ২০২০ সালে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ এবং চলতি বছরের ২২ মার্চ 'ট্রাফিক-ইন-ট্রানজিট চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তি উভয় দেশের মধ্য বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সহায়তা করবে। ব্যবসায়ীরা পিটিএ এবং ট্রানজিট চুক্তির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বাণিজ্যের বিকাশ ঘটাতে পারে।”

টিপু মুনশি বলেন, “আমরা এখন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক যাত্রা শুরু করেছি। এখন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড; বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য আঞ্চলিক একীকরণের ওপর জোর দিতে হবে। এজন্য নিকটতম প্রতিবেশিসমূহের মধ্যে আঞ্চলিক একীকরণ, আঞ্চলিক সংযোগ এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি, পারস্পারিক আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে হবে।”

বাংলাদেশর বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক আঞ্চল প্রতিষ্ঠা করেছেন। যার মধ্যে অনেকগুলো চালু হয়েছে। ইতোমধ্যে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক অঞ্চল প্রদান করা হয়েছে। ভুটানকে, সীমান্তের খুব কাছে, কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ দেয়া হয়েছে।”

তিনি জানান যে বাংলাদেশ এই অঞ্চলে কানেক্টিভিটি হাব হিসেবে বিবেচিত। সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দুটি বন্দরসহ রেল যোগাযোগ এবং ট্রানজিট সুবিধা ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ মেলা দুই দেশের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি এবং ব্যবসা ও বিনিয়গের সুযোগ অন্বেষণের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং এর মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে।”

XS
SM
MD
LG