ভারতীয় পুরাণ রামায়ণ অবলম্বনে তৈরি সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি করেছে। এক দিকে খারাপ গুণগত মানের ভিএফএক্স, তার উপর কুরুচিকর সংলাপ - দুইয়ে মিলিয়ে প্রবল সমালোচনার শিকার ‘আদিপুরুষ’। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা অনেকেই প্রশ্ন তুলেছেন যে, একটি পৌরাণিক ছবির সংলাপ এতটা নিম্নমানের এবং চটুল হতে পারে না। অবিলম্বে সিনেমাটি ব্যান করার ডাকও দেওয়া হয়। তবে এই কটাক্ষের মুখে পড়েই শেষ অবধি ছবির সংলাপে বদল এনেছেন নির্মাতারা।
গত সপ্তাহেই ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্যকার এবং সংলাপ লেখক মনোজ মুনতাশির বলেছিলেন, সংলাপ বদল করা হবে। সেই মতোই বুধবার ২১ জুন থেকে বড়পর্দায় হনুমানের মুখে বিতর্কিত সংলাপের বদলে শোনা গেল নয়া সংলাপ। তবে এই পরিবর্তনে বিতর্কের আগুন চাপা পড়বে কিনা, তা লক্ষ্যণীয়।
গত রবিবার মনোজ টুইটারে লিখেছিলেন, "আমার কাছে সাধারণ দর্শকের ভাবাবেগের থেকে বড় আর কিছু নেই। আমার লেখা সংলাপ কেন সিনেমার ক্ষেত্রে যথার্থ তার পক্ষে অনেক যুক্তি দিতে পারি। কিন্তু তাতে সমস্যা মিটবে না। তাই আমি ও ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছি যে, ছবির বেশ কিছু সংলাপ বদলে ফেলব। আগামী সপ্তাহ থেকেই প্রেক্ষাগৃহে নতুন সংলাপ শোনা যাবে।" সেই মতোই বুধবার থেকে পাল্টে গেল সেই বিতর্কিত সংলাপগুলি।