অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে

মঙ্গলবার ২০ জুন তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে রওনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে রাজধানী দিল্লি থেকে তাঁর বিমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ২১ জুন রাত দেড়টা নাগাদ ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবে তাঁর বিমান।

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদীর ঠাসা কর্মসূচি। এই সফরে ভারত তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি হামলাকারী ড্রোন কেনার চুক্তি করবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে। প্রথমে ১৮টি ড্রোন কেনার ব্যাপারে চুক্তি হতে পারে বলে জানা গেছে। ভবিষ্যতে ধাপে ধাপে বাড়তে পারে ড্রোনের সংখ্যা। পাশাপাশি, সমুদ্রপথে নজরদারির জন্য তৈরি সি গার্ডিয়ান ড্রোনের মেয়াদ বাড়ানোর জন্য কথাবার্তাও হবে।

নিউ ইয়র্কে জাতিসংঘে এবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনেও অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই ঐতিহাসিক সফর ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। কূটনৈতিক শিবিরের মতে, ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাষ্ট্রীয় সফর করেছিলেন যুক্তরাষ্ট্রে। তার ঠিক আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি হয়ে গিয়েছিল ভারতের। তখন দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে দু’দেশে অত্যন্ত উৎসাহ ছিল।

২১ জুন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শুরু হবে মোদীর যুক্তরাষ্ট্র সফর। যোগ দিবেসে অংশগ্রহণের পর ওয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন-এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই রাষ্ট্রপ্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে পররাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে। পরের দিন, অর্থাৎ ২২ জুন যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ঠাসা সূচির মধ্যেও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের শিল্পপতি এবং অন্যান্য স্টকহোল্ডাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও।

এই সফরে শিল্প, বাণিজ্য সহ প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি।

XS
SM
MD
LG