অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহবান জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের বিনিয়োগের জন্য ভিয়েতনামের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশে, ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত নগুইন মান কুওং বঙ্গভবনে তার কাছে পরিচয়পত্র পেশ করেন। এনময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে, রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।

জয়নাল আবেদীন জানান, ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।” এ সময় তিনি বাংলাদেশের ব্যবসা-বান্ধর পরিবেশ কাজে লাগাতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে দুই দেশের বন্ধুত্বের মাইলফলক হিসেবে বর্ণনা করেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন। রাষ্ট্রপতি বলেন, “ভিয়েতনাম বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও সিরামিকসহ বিশ্বমানের পণ্য কিনতে পারে।”

প্রেস সচিব জানান, ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং এখানে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

XS
SM
MD
LG