অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালন


ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরো কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে তারা নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করে। এতে সংলগ্ন সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা; সিজিপিএ শর্ত সংশোধন করা এবং পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা। শিক্ষার্থীরা সাত কলেজ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে, বিশ্ববিদ্যালয়ের অধীনে আলাদা কর্তৃপক্ষ গঠন করারও দাবি জানিয়েছে।

আন্দোলনের সমন্বয়কারী তসলিম চৌধুরী বলেন, “এর আগে আমরা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ-এর সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। এ বিষয়ে মঙ্গলবার একটি বৈঠক আছে। আমরা আশা করি, এই বৈঠকে আমাদের সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে।”

XS
SM
MD
LG