অ্যাকসেসিবিলিটি লিংক

হিন্দু ধর্মের অবমাননার দায় 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে, মামলা দিল্লি হাইকোর্টে


হিন্দু ধর্মের অবমাননার দায় 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে, মামলা দিল্লি হাইকোর্টে
হিন্দু ধর্মের অবমাননার দায় 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে, মামলা দিল্লি হাইকোর্টে

শুক্রবার ১৬ জুন সারা ভারতে মুক্তি পেয়েছে ভারতের অন্যতম পুরাণ রামায়ণ-এর কাহিনী নিয়ে তৈরি বহু প্রতিক্ষীত সিনেমা ‘আদিপুরুষ’। তবে এই ছবি মুক্তির পরেই বিপাকে নির্মাতারা। হিন্দু ধর্মের অবমাননার দায়ে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা।

সংবাদ সূত্রে জানক গেছে, হিন্দু ধর্মের অন্যতম পুরাণ কাহিনী রামায়ণের গল্প নিয়ে তৈরি এই ছবিতে বিভিন্ন জায়গায় বিদ্রুপ করা হয়েছে রামায়ণের গল্পকে, এমনই অভিযোগ দায়ের করা হয়েছে। 'আদিপুরুষ’-এর বিরুদ্ধে সোজা আদালতের দ্বারস্থ হয়েছেন হিন্দু সেনার জাতীয় সম্পাদক বিষ্ণু গুপ্তা।

প্রসঙ্গত, শুক্রবার সকালে মুক্তি পাওয়ার পর থেকেই সারা দেশে শুরু হয়েছে এই ছবির ভিএফএক্স নিয়ে সমালোচনা। ছ' মাস আগে এই ছবির প্রথম টিজার মুক্তির পরেই রাবণের চরিত্রে সইফ আলি খানের লুক নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বলা হয়েছিল রাবণের লুক একজন মুসলমান নবাবের মতো।

সেই বিতর্কে সিনেমার মুক্তি ৬ মাস পিছিয়ে দেন নির্মাতারা। তবে তারপরেও সিনেমা মুক্তির পর দেখা গেল বিশেষ কিছু পরিবর্তন হয়নি সইফ আলি খানের রাবণ লুকে।

XS
SM
MD
LG