অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে আন্দোলনরত কুস্তিগিরদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নিতে পারে দিল্লি পুলিশ


ভারতে আন্দোলনরত কুস্তিগির
ভারতে আন্দোলনরত কুস্তিগির

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে প্রায় ৬ মাস ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন দেশের কুস্তিগিররা। কখনও লং মার্চ, কখনও আবার ধর্না— আন্দোলনের তেজ নানাভাবে বাড়িয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতরা। সেই আন্দোলন করতে গিয়ে দিল্লি পুলিশের খাতায় নাম উঠেছে তাঁদের। সংবাদ সূত্রে প্রকাশ, দিল্লি পুলিশ এবার কুস্তিগিরদের বিরুদ্ধে করা এফআইআর তুলে নিতে পারে।

গত ২৮ মে নতুন সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত কুস্তিগিররা। সংসদের সামনেই মহাপঞ্চায়েত খাপ বসানোর পরিকল্পনা নিয়েছিল রাকেশ সিং টিকাইয়েতের সংগঠন। সেই কর্মসূচিতে যোগ দিতে যন্তরমন্তর থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় কুস্তিগিরদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে।

পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় তাঁদের জোর করে আটকায় দিল্লি পুলিশ। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় অলিম্পিক পদকজয়ী কুস্তিগিরদের। সেই ঘটনার পরেই এফআইআর করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।

দিল্লি পুলিশের এই এফআইআর নিয়ে সরব হয়েছিলেন দেশের ক্রীড়াবিদরা। মোট সাতটি ধারায় এফআইআর করা হয় কুস্তিগিরদের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে দাঙ্গা বাঁধানো, বেআইনি জমায়েত, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ। প্রায় ১০ ঘণ্টা থানায় আটকে রাখা হয় কুস্তিগিরদের।

সংবাদ সূত্রের খবর, এবার সেই এফআইআর তুলে নিতে চাইছে দিল্লি পুলিশ। সরকারের কাছে এফআইআর বাতিলের আবেদন করা হবে বলেও জানা গেছে। এদিকে, বৃহস্পতিবার ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। ১০০০ পাতার চার্জশিটে ১৫০ জন সাক্ষীর বয়ান জমা দিয়েছে পুলিশ। পাশাপাশি, বিজেপি সাংসদের বিরুদ্ধে পকসো ধারায় যে মামলা করা হয়েছিল তা খারিজ করার আবেদনও জানিয়েছে দিল্লি পুলিশ।

XS
SM
MD
LG