অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের মানহানির মামলা, এবার মামলা দায়ের রাজধানী দিল্লিতে


ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের মানহানির মামলা দায়ের হল। রাজধানী দিল্লির একটি আদালতে তিনি ছাড়াও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও একই মামলা করা হয়েছে।

দুদিন আগেই মুম্বই হাইকোর্ট অপর একটি মানহানির মামলায় রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে। ২০১৮তে এক নির্বাচনী সভায় রাহুল রাফায়েল বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রীর নাম না করে ‘কমান্ডার ইন থিফ’ মন্তব্য করেছিলেন।

সেই মামলায় রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করে দিয়েছে মুম্বই হাইকোর্ট। মোদী পদবিধারীদের উদ্দেশে চোর মন্তব্যের জন্য সুরাতের আদালত রাহুলকে অভিযুক্ত করার মামলাতেও কংগ্রেস নেতা আপাতত জামিনে আছেন। জামিনে আছেন পাটনার মামলাতেও। সেখানেও মোদী পদবিধারীদের মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে। সুরাত, পাটনা এবং মুম্বইতে মামলাকারিরা সকলেই বিজেপি নেতা।

বুধবার ১৪ জুন দিল্লিতে দায়ের হওয়া মামলার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিজেপি কি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে মামলা দিয়ে ঘিরতে চাইছে? বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে তাঁকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে দলের মুখ ঘোষণা করার পর বিজেপি যেন আদালতকে হাতিয়ার করছে রাহুল গান্ধীকে মামলায় জেরবার করে তুলতে।

দিল্লিতে দায়ের হওয়া মামলায় মামলাকারী এস কেশব প্রসাদ অভিযোগ করেছেন, কর্নাটকের বিধানসভার ভোটের প্রচারে কংগ্রেস মানহানি করেছে বিজেপির রাজ্য নেতাদের।

প্রসঙ্গত, এই অভিযোগ করে বিজেপি বিধানসভা ভোট চলাকালে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছিল।

কর্ণাটকে ভোট প্রচারে কংগ্রেস পাতা জোড়া বিজ্ঞাপনে অভিযোগ করে বিজেপি শাসনে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। লোপাট হওয়া টাকা গিয়েছে বিজেপি নেতাদের পকেটে। এই অভিযোগে বিজেপি নেতাদেরর মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। বিজ্ঞাপনে কর্নাটকের নেতা সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ছবি ছিল। কিন্তু খাড়্গে, সনিয়া, প্রিয়াঙ্কাদের বিরুদ্ধে মামলা করেননি বিজেপি নেতা।

দিল্লির মামলায় বিচারক ২৭ জুলাই শুনানির দিন স্থির করেছেন।

XS
SM
MD
LG