অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নিষিদ্ধ হল তিন ধরনের অনলাইন গেম


কম্পিউটারে অনলাইন গেম খেলছে এক তরুণী। (ফাইল ছবি)
কম্পিউটারে অনলাইন গেম খেলছে এক তরুণী। (ফাইল ছবি)

অনলাইন গেমে বাচ্চাদের আসক্তির বিষয় নতুন নয়। ভিডিও গেম খেলতে খেলতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেয় তারা। এমনকী ভিডিও গেমের ফাঁদে পড়ে হাজার হাজার টাকাও খোয়া যাচ্ছে, এমন অভিযোগও সামনে এসেছে। এবার ভারতে তিন ধরনের অনলাইন গেম নিষিদ্ধ করল কেন্দ্র সরকার।

সোমবার ১২ জুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, "ভারতে তিন ধরনের অনলাইন গেম নিষিদ্ধ করা হচ্ছে। কেন্দ্র অনলাইন গেমিং সম্পর্কিত কাঠামো তৈরি করেছে। ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক হতে পারে বা আসক্তির কারণ তৈরি করতে পারে এমন গেমগুলির ক্ষেত্রে অনুমোদন দেবে না কেন্দ্র সরকার।"

রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনও প্রযুক্তির ব্যবহারকারীদের নজর রাখবে। তাঁরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেটাও সরকার দেখবে।

এছাড়াও অনলাইন গেমের মাধ্যমে ধর্মান্তরিত করার প্রবণতা বাড়ছে। সেই দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেছেন, "অনলাইন গেম নিয়ে প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। সেই কাঠামোর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন গেম নিষিদ্ধ করা হবে।" তবে কী কী ধরনের গেম নিষিদ্ধ হবে সে ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা এখনই মেলেনি।

XS
SM
MD
LG