অ্যাকসেসিবিলিটি লিংক

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সেখানে তার নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানী ঢাকার গোপীবাগে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমাদের নেত্রী (খালেদা জিয়া) আবার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, গভীর রাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।”

XS
SM
MD
LG