পূর্ব ভারতের রাজ্য ওড়িশায় স্টিল প্লান্ট-এ ভয়াবহ দুর্ঘটনার ছবি সামনে এল। টাটা স্টিল প্লান্ট-এ বাষ্প গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েন ১৯ জন কর্মী। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনও পর্যন্ত কারওর মৃত্যুর খবর মেলেনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ১৩ জুন দুপুর একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন কর্মী, যাঁরা সেইসময় ওই প্লান্ট-এ কাজ করছিলেন তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্লান্ট-এর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সংস্থার তরফে বিবৃতি দিয়ে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। যদিও এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ওড়িশাতে নানান দুর্ঘটনা খবর সামনে আসছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু হয়েছে। তারপর পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে। যা আতঙ্কের সৃষ্টি করেছে। সেই রেশ এখনও কাটেনি। তারমধ্যেই টাটা স্টিল প্লান্ট-এর এই দুর্ঘটনা নতুন করে আতঙ্ক ছড়ায়।