অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পরপর তিন মাস মুদ্রাস্ফীতির হার নিম্নগামী


ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার আবারও কমায়, পরপর টানা তিন মাস ভারতে মুদ্রাস্ফীতির হার নিম্নগামী রইল। এপ্রিল মাসে দেশে খুচরো মুদ্রাস্ফীতি হার ছিল ৪.৭ শতাংশ। যা মে মাসে দাঁড়াল ৪.২৫ শতাংশে। গত ২ বছরের মধ্যে খুচরো মুদ্রাস্ফীতি রেকর্ড নীচে নামল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নির্ধারিত খুচরো মুদ্রাস্ফীতির যে হার রয়েছে, তার মধ্যেই রয়েছে মে মাসের খুচরো মুদ্রাস্ফীতির হার। আরবিআই নির্ধারিত খুচরো মুদ্রাস্ফীতি হার ৬ শতাংশ। মার্চ, এপ্রিলের পর মে মাসেও একই ধারা বজায় রইল।

গত বছর যে হারে খুচরো মুদ্রাস্ফীতির হার বাড়ছিল, সে তুলনায় চলতি বছরে ছবিটা পাল্টেছে। গত বছর মে মাসে এই হার ছিল ৭.৪ শতাংশ। এক বছরে সেই হার ২.৭৯ শতাংশ কমেছে। সরকারের রিপোর্টে দাবি করা হয়েছে, খুচরো মুদ্রাস্ফীতির হার কমায়, বাজারে দ্রব্যমূল্যের দামও অনেকাংশ হ্রাস পেতে পারে।

গত সপ্তাহেই আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন যে, খুচরো মুদ্রাস্ফীতির বিষয়ে নজর রাখা হচ্ছে। খুচরো মুদ্রাস্ফীতির হার বাড়লে মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ে। আরবিআই-এর লক্ষ্য ছিল খুচরো মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের নীচে নামিয়ে আনা।

XS
SM
MD
LG