বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, “বর্তমানে বিদেশে অদক্ষ শ্রমিকের কোনো বাজার নেই। তবে, দক্ষ জনশক্তির চাহিদা বেড়েছে।” রবিবার (১১ জুন) নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, “ সরকার জনগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সারাদেশে টিটিসি স্থাপনের উদ্যোগ নিয়েছে।দক্ষ কৃষকদেরও বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে; তবে, কৃষকদের অবশ্যই তাদের দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে।”
ইমরান আহমদ বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে কর্মীদের প্রশিক্ষণ শেষ হলেই বিদেশে পাঠানো যায়।”