অ্যাকসেসিবিলিটি লিংক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই


সিরাজুল আলম খান
সিরাজুল আলম খান

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজুল আলম খানকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

‘দাদা’ এবং ‘দাদাভাই’ নামে ব্যাপকভাবে পরিচিত সিরাজুল আলম খান ১৯৪১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধকাল তিনি তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে মুজিব বাহিনী (বিএলএফ) প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দেন।

XS
SM
MD
LG