অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি


বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি
বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করার ৬ দিন পর প্রস্তাবিত বাজেট নিয়ে বুধবার (৭ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীযতাবাদী দল (বিএনপি)। প্রতিক্রিয়ায় দলটি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে গণবিরোধী ও প্রতারণামূলক আখ্যায়িত করে বলেছে, এটি একটি দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে কয়েক বিলিয়ন ডলারের জাতীয় সম্পদ লুটপাটের জন্য তৈরি করা হয়েছে। অবাস্তব ও কাল্পনিক এই বাজেট দিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে না।

বুধবার এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সদ্য পেশ করা বাজেট বর্তমান ‘ফ্যাসিস্ট লুটেরা’ সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা বজায় রাখার বার্ষিক ইশতেহার মাত্র এবং এই বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী।

তিনি বলেন, এই বাজেট বর্তমান দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে কোটি কোটি ডলার লুটপাটের লক্ষ্য নিয়ে তৈরি করা লুণ্ঠনকারীদের বাজেট মাত্র।

মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, ব্যাপক অর্থপাচার এবং দেশের জনগণের কাঁধে বিপুল ঋণের বোঝাকে অর্থমন্ত্রী স্বীকার করেননি।

তিনি বলেন, কীভাবে অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে সে বিষয়ে সরকার বাজেটে কোনো রূপরেখা দেয়নি এবং সুশাসন ও ন্যায়বিচারের ধারণাকে পুরোপুরি এড়িয়ে গেছে।

“ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার রোধে বাজেটে কোনো নির্দেশনাও নেই। এই গণবিরোধী বাজেট সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা রাখবে না” বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গত এক দশকে নীতিগত সমস্যা, ব্যাংকিং ব্যবস্থা, রাজস্ব খাত বা আর্থিক খাতসহ অন্য প্রয়োজনীয় খাতে কোনো বড় কাঠামোগত সংস্কার করা হয়নি। “এই বাজেটেও এই সংস্কারের কোনো ইঙ্গিত নেই”।

স্মার্ট বাংলাদেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার এবার স্মার্টলি টাকা লুটপাটের জন্য বাজেট দিয়েছে। “তারা (সরকার) ভোট চুরি, ব্যাংকের টাকা চুরি এবং অর্থ পাচারসহ চুরি করতে বুদ্ধিমান”। সিন্ডিকেটের মাধ্যমে লাখ লাখ কোটি টাকা স্মার্টলি লুটপাট, ব্যাংক ও জনগণের টাকা লুট করার সব ব্যবস্থা করা হয়েছে বাজেটে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেশের প্রধান জাতীয় সংকটে পরিণত হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার ছাড়া জনগণ ও অর্থনীতির কল্যাণে বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, চলমান জাতীয় সংকট থেকে মুক্তির জন্য একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও দায়িত্বশীল নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। “এটি করার একমাত্র উপায় হলো একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা”।

XS
SM
MD
LG