অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানে অপহৃত বাংলাদেশি শান্তিরক্ষী উদ্ধার


দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের একজন সদস্য অপহৃত হওয়ার পর উদ্ধার হয়েছেন।

বুধবার (৭ জুন) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক(মিডিয়া) মো. মঞ্জুর রহমানের সই করা এক মিডিয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী হিসেবে নিয়েজিত উপ-পরিদর্শক (এসআই) মো. আশেকুর রহমান গত ৬ জুন স্থানীয় সময় সন্ধ্যার দিকে স্থানীয় একটি গোষ্ঠী কর্তৃক অপহৃত হয়েছিলেন। দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে তিনি অপহৃত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এসআই মো. আশেকুর রহমান এখন অন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সুস্থ ও নিরাপদে রয়েছেন।

XS
SM
MD
LG