অ্যাকসেসিবিলিটি লিংক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও সমঝোতা হয়নি জানালেন ভারতের আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও সমঝোতা হয়নি জানালেন ভারতের আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও সমঝোতা হয়নি জানালেন ভারতের আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ন্যায়ের জন্য আন্দোলনরত ভারতীয় কুস্তিগিরদের এই আন্দোলন প্রত্যাহারের ভুয়ো খবর ছড়িয়েছিল সোমবার ৫ জুন, যখন সামনে আসে যে শনিবার ৩ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে কুস্তিগিরদের বৈঠক হয়েছে।

মঙ্গলবার ৬ জুন সে ব্যাপারে স্পষ্ট মন্তব্য করলেন আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া। এরফলে এই আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কাটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিন একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বজরং পুনিয়া বলেন, "আমরা অমিত শাহের সঙ্গে কোনও সেটিং করিনি। যা দাবি ছিল, সেই দাবিতে আন্দোলন চলবেই।" বজরং আরও বলেছেন, "আমরা অমিত শাহকে এও বলেছি, কেন ওই কালপ্রিটকে গ্রেফতার করা হচ্ছে না? অথচ আমরা যখন তাঁর কথা জানাতে যাচ্ছি, পুলিশ আমাদের গ্রেফতার করছে।"

দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। এক নাবালিকা কুস্তিগিরকে যৌন হেনস্থার জন্য ভারতের পকসো আইনেও অভিযোগ দায়ের আছে ব্রিজভূষণের বিরুদ্ধে।

XS
SM
MD
LG