অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের জাতীয় সংসদে বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট পাস


বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশের জাতীয় সংসদ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে বর্ধিত ব্যয় মেটাতে মঙ্গলবার (৬ জুন) ২০২২-২৩ অর্থবছরের, ১৭ হাজার ২৯৯ কোটি টাকার সম্পূরক বাজেট পাস করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করেন।

২০২২-২৩ অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে মোট বাজেট ছিলো ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। সম্পূরক বাজেট-এ, ২২ টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বেড়েছে ১০১ হাজার ২৫৪ কোটি ৩১ লাখ টাকা এবং ৪০ টি মন্ত্রণালয় ও বিভাগে ব্যয় কমেছে ৪২ হাজার ৩২৪ কোটি ৪৯ লাখ টাকা।

ফলে, এসব মন্ত্রণালয় ও বিভাগের বাজেট বরাদ্দ কমেছে ১৭ হাজার ৫৫৭ কোটি টাকা এবং মোট বরাদ্দ এখন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকা।

এর ওপর সাধারণ আলোচনা শেষে মঙ্গলবার সংসদে সম্পূরক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। সম্পূরক বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কৃষি মন্ত্রণালয়, ৯ হাজার ৫৮৫ কোটি ৪১ লাখ টাকা; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পেয়েছে সর্বনিম্ন বরাদ্দ, ২৪ কোটি ৭৬ লাখ টাকা।

XS
SM
MD
LG