অ্যাকসেসিবিলিটি লিংক

বেসরকারি বিশ্ববিদ্যালকে পিএইচডি প্রদানের অনুমতি দেয়ার সময় এসেছে: শিক্ষামন্ত্রী দীপু মনি


শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যায়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার অনুমতি দেয়ার বিষয়টি ভেবে দেখার সময় এসছে বলে উল্লেখ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৫ জন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এডুকেশন এক্সপো-এর উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে রয়েছে তাদের অনুমতি দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভেবে দেখতে পারে। তিনি বলেন, “দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি সবগুলো নিয়ে বলছি না। অনেকগুলো নিয়ে অনেক কথা আছে। তবে, মানের দিক থেকে অনেক ভালো করছে, এরকম ৫ থেকে ৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের সক্ষমতা হয়েছে বলে আমি বিশ্বাস করি।”

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “তাদের পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতির দেয়ার বিষয়টি এখন ইউজিসির ভেবে দেখার সঠিক সময়। তা না হলে, আমরা গবেষণাকে উৎসাহিত করতে পারবো না। কাজেই এটি করা খুব দরকার।”

শিক্ষামন্ত্রী বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার শিক্ষা। তাই আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের গবেষণাসহ সকল খাতে জোর দিতে হবে।” তিনি বলেন, “শিক্ষার উন্নয়নের জন্য শুধু অবকাঠামো সৃষ্টি করলেই হবে না। আমাদের একাডেমিক কার্যক্রমের গতি বাড়াতে হবে। একই সঙ্গে আমাদের বাড়াতে হবে গবেষণার সংস্কৃতি।”

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, “এর সুফল পাওয়া যাবে ৭ অথবা ৮ বছর পর।”

XS
SM
MD
LG