যুক্তরাষ্ট্রে পা রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস ও বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে 'সবজান্তা' বলে সান ফ্রান্সিসকোর সভায় উল্লেখ করেন তিনি। ভারতের নতুন সংসদ ভবনে সেঙ্গোল প্রতিষ্ঠা এবং মোদীর সাষ্টাঙ্গ প্রণামকে 'নাটক' বলেছেন রাহুল।
সান ফ্রান্সিসকো-র সভায় প্রাক্তন কংগ্রেস সভাপতি ভারতে মুসলিমদের দুর্দশা নিয়েও সরব হন। রাহুলের কথায়, গত শতকের আটের দশক পর্যন্ত যে অবস্থা দলিতদের ছিল বর্তমানে মুসলিমদের সেই অবস্থা হয়েছে। বিশেষজ্ঞদের মত, রাহুল বোঝাতে চাইছেন, মোদীর ভারতে মুসলিমদের ক্রমেই অচ্ছুৎ করে তোলা হচ্ছে।
এই মন্তব্যগুলির পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কংগ্রেস নেতাকে নিশানা করে বলেছেন, "উনি নিজেকে ভারতবাসী বলেই মনে করেন না। বিদেশের মাটিতে গিয়ে দেশের নিন্দা করা একটা লোকের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে।"
প্রধানমন্ত্রী সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সেখানে সে দেশের প্রধানমন্ত্রী মোদীকে ‘বস’ বলে সম্মান জানান। অনুরাগ বলেন, "প্রধানমন্ত্রীর এমন প্রশংসা আসলে রাহুলের সহ্য হচ্ছে না।"
ভারতের নতুন সংসদ ভবনে যে সেঙ্গোল বা রাজদণ্ড প্রতিষ্ঠা করা হয়েছে সেটি তামিলনাড়ুর। সেটি রাখা ছিল উত্তরপ্রদেশে এলাহাবাদে নেহরু মিউজিয়ামে। নয়া সংসদ ভবনে সেটি প্রতিষ্ঠার সময় তামিল ব্রাহ্মণেরা উপস্থিত ছিলেন। রাহুলের সেই অনুষ্ঠান নিয়ে কটাক্ষের জবাবে তাঁকে পাল্টা নিশানা করেছে সেই রাজ্যের বিজেপি। তামিলনাড়ুর বিজেপি টুইটে বলেছে, "রাহুল তামিল সংস্কৃতিকে অসম্মান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।" তারা শাসক দল ডিএমকের প্রতিক্রিয়া চেয়েছে রাহুলের কথার। প্রসঙ্গত, কংগ্রেস তামিলনাড়ুতে ডিএমকে সরকারের শরিক।
সদ্যই কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সেই লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতির যুক্তরাষ্ট্রের সফরের বক্তব্য নিয়ে সরব হয়েছে কন্নড় বিজেপিও। তারা রাহুলকে "বিদেশি কথা বলা পুতুল"-এর সঙ্গে তুলনা করে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ তুলেছে।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও রাহুল গান্ধীর বিরুদ্ধে তামিল সংস্কৃতিকে উপহাস করার অভিযোগ তুলেছেন।