ফের অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। রবিবার ২১ মে রাত থেকেই নতুন করে অশান্তি দানা বেঁধেছে। হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরের ইম্ফলের চেকন এলাকায়। স্থানীয় বাজারের দখল নিয়ে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। লুঠপাট চলছে দোকানপাট, ঘর-বাড়িতে। কিছু কিছু বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ইম্ফলে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রাক্তন বিধায়ক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এই মাসেই শুরুর দিকে মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। সেনা, আধা সেনা,অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই হিংসায় প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায়। ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ফের জারি করা হয়েছে কার্ফু।
সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজার এলাকায় বেশ কিছু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। প্রাণ বাঁচাতে ওই হিংসার সময় নিজেদের বাড়ি ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। বাড়ি খালি পড়ে থাকে। সোমবার ২২ মে দুপুর ২ টোর দিকে ইম্ফল পূর্ব জেলার নিউ ল্যাম্বুলেনের নিউ চেকন বাজার এলাকায় সেইসব বেশ কিছু পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখান থেকেই ফের অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। এদিকে রবিবার প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, রাজ্যে ইন্টারনেট পরিষেবা ২৬ মে পর্যন্ত বন্ধ থাকবে।