ভারতের রাজধানী দিল্লিতে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে ও অভিযুক্ত ব্রিজভূষণ সিংয়ের শাস্তির দাবিতে ইতিমধ্যেই স্পষ্ট অবস্থান নিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের কেন্দ্রীয় কমিটি এও সিদ্ধান্ত নিয়েছে, দেশের ক্রীড়ামন্ত্রীকে অজস্র চিঠি পাঠাবে তারা। সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের এসএফআই-এর সেই চিঠির বয়ানে সই করলেন অনেক খেলোয়াড়। যাতে বাম মনোভাবাপন্ন ক্রীড়াবিদ হিসাবে পরিচিত এমন মানুষ যেমন আছেন তেমন বৃত্তের বাইরের অনেককেও শামিল করেছে এসএফআই।
এসএফআইয়ের স্পষ্ট বক্তব্য, "ব্রিজভূষণ বিজেপির লোক বলেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা চোখ বুজে রয়েছেন। নইলে যে অভিযোগ উঠেছে, তাতে দেশের প্রধানমন্ত্রীর উচিত ছিল তখনই তাঁকে সরিয়ে দেওয়া। ডব্লিউএফআই কর্তা ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগিররা।"
বাম ছাত্র সংগঠনের বক্তব্য, "এই কুস্তিগিররা দেশের জন্য যা সম্মান অর্জন করেছেন বা ভবিষ্যতে করবেন তা দেশপ্রেমের স্বঘোষিত ঠিকাদাররা পারবেন না। এসএফআইয়ের এই চিঠিতে সই করেছেন সাঁতারু বুলা চৌধুরী, সায়নী দাস, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, রঞ্জিত মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, তুষার রক্ষিত, অমিত ভদ্র, এখনও খেলে চলা সুব্রত পাল প্রমুখ।"
প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র বলেন, "এভাবে ধর্নায় বসে থাকতে হলে তা ক্রীড়াবিদদের পারফরম্যান্সের উপরও চাপ তৈরি করবে। আইনের রাস্তা সবার জন্য খোলা, অভিযোগটি গ্রহণ করে দ্রুত তদন্ত শুরু করা উচিত।"