অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সুপ্রিম কোর্টের রায় খারিজ করে মোদী সরকারের অর্ডিন্যান্স; রাজধানী দিল্লিতে শেষ কথা উপরাজ্যপাল


ভারতে সুপ্রিম কোর্টের রায় খারিজ করে মোদী সরকারের অর্ডিন্যান্স; রাজধানী দিল্লিতে শেষ কথা উপরাজ্যপাল
ভারতে সুপ্রিম কোর্টের রায় খারিজ করে মোদী সরকারের অর্ডিন্যান্স; রাজধানী দিল্লিতে শেষ কথা উপরাজ্যপাল

ভারতে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল রাজধানী দিল্লিতে রাজ্য সরকারই রাজ্য প্রশাসনের বিষয়ে শেষ কথা বলবে। এমনকী অফিসারদের বদলি, পদোন্নতিতেও উপরাজ্যপালকে সরকারের পরামর্শ মতো চলতে হবে।

সপ্তাহ গড়ানোর আগেই সুপ্রিম কোর্টের সেই রায় খারিজ হয়ে গেল কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সে। শুক্রবার ১৯ মে রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স জারি করে বলেছে, আগের মতোই শেষ কথা বলবেন উপরাজ্যপাল। অর্থাৎ রাজ্য সরকারকে উ মেনে পদক্ষেপ করতে হবে।

দিল্লিতে রাজ্য সরকারের হাতে অনেক ক্ষমতাই নেই। সেই ক্ষমতা চেয়েই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে গত দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে আম আদমি পার্টির সরকার। সেই লড়াই তীব্র হয় বিকে সাক্সেনা উপরাজ্যপাল হয়ে আসার পর।

একদিকে, তিনি কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়মের অভিযোগগুলি নিয়ে একতরফা তদন্তের আদেশ দিয়েছেন। যার অন্যতম হল মদ কাণ্ড। মদ দুর্নীতির সিবিআই তদন্তের জেরেই দিল্লি সরকারের প্রাক্তন আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া বর্তমানে জেলে।

দুর্নীতির পাশাপাশি আপ সরকারের নানা সিদ্ধান্তেও বাধ সেধেছেন বর্তমান উপরাজ্যপাল। শুক্রবারই সুপ্রিম কোর্টে এই ধরনের একটি মামলায় ফের ধাক্কা খেয়েছেন সাক্সেনা। দিল্লির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদে এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগের ফাইল ছয় মাস ধরে আটকে রেখেছেন উপরাজ্যপাল। আপ সরকার সুবিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার সেই মামলায় প্রধান বিচারপতি চন্দ্রচূড় গত সপ্তাহের রায়ের উল্লেখ করে বলেন, উপরাজ্যপালের কথায় সরকার চলবে না। সরকারের পরামর্শ মেনে চলবেন উপরাজ্যপাল। এই কথাই গত সপ্তাহের ঐতিহাসিক রায়ে বলেছিল শীর্ষ আদালত।

কিন্তু শুক্রবার রাতেই সর্বোচ্চ আদালতের আগের রায় খারিজ করে অর্ডিন্যান্স জারি করল মোদী সরকার। ঘটনাচক্রে গত সপ্তাহের রায়ের পরও দিল্লির মুখ্যসচিব পদে নতুন অফিসারের নিয়োগে ছাড়পত্র দিতে বিলম্ব করছিল কেন্দ্রীয় সরকার। যা দেখে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল শুক্রবার দুপুরেই বলেন, "সুপ্রিম কোর্ট বলার পরও কেন্দ্রীয় সরকার রায়ের কথা কানে তুলছে না। আমার আশঙ্কা শীর্ষ আদালতের রায় বদলে দিতে কেন্দ্র অর্ডিন্যান্স জারি করবে। আমি খুশি হব কেন্দ্র শেষ পর্যন্ত সে পথে না হাঁটলে।" কিন্তু তা না হয়ে দিল্লিতে ফের কেন্দ্রের কর্তৃত্ব কায়েম হল।

XS
SM
MD
LG