অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের প্রধানমন্ত্রীর শাশুড়ি ভারতের সবচেয়ে ধনীদের অন্যতম সাদামাটা জীবনযাত্রা নিয়ে ট্রোলিং-এর শিকার


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শাশুড়ি সুধা মূর্তি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শাশুড়ি সুধা মূর্তি

ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে তাঁর। বিপুল অর্থের মালিক হওয়া সত্ত্বেও আর পাঁচজন সাধারণ মধ্যবিত্তের মতো জীবন যাপনের জন্য বরাবরই মানুষের শ্রদ্ধার পাত্রী ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মুর্তির স্ত্রী সুধা মূর্তি। তবে এই সারল্য এবং ছিমছাম জীবনযাত্রার কারণেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হচ্ছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনক-এর শাশুড়ি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো'-তে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সুধা। সেখানেই তিনি ছাপোষা জীবন যাপনের কারণে বিভিন্ন অদ্ভুত ঘটনার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন। সুধা জানান, লন্ডনে যখন একটি ফর্মে নিজের ঠিকানা ১০, ডাউনিং স্ট্রিট (ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঋষি সুনকের বাসভবন) লিখেছিলেন, তখন হতবাক হয়ে গিয়েছিলেন ইমিগ্রেশন অফিসার। সুধাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, "আপনি কি মজা করছেন?" আসলে সুধার পোশাক, এবং ‘ডাউন-টু-আর্থ’ ব্যবহার দেখে ওই আধিকারিক কল্পনাও করতে পারেননি, সুধা আসলে কে।

কপিল শর্মা শো-তে এই ধরনের আরও একাধিক অভিজ্ঞতার কথা বলেছেন সুধা মূর্তি। একবার নাকি লন্ডনের হিথরো বিমানবন্দরে দুই মহিলা তাঁকে ব্যঙ্গ করে ‘বেহেনজি’ বলে ডেকেছিলেন। "সালোয়ার কামিজ পরে হাতে বিজনেস ক্লাসের টিকিট নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় দুজন সহযাত্রী আমাকে ‘বেহেনজি’ বলে ডাকেন, কারণ আমি সালোয়ার কামিজ পরেছিলাম। ওদের ধারণা, কেউ শাড়ি কিংবা সালোয়ার কামিজ পড়লেই সে বেহেনজি কিংবা দিদি হয়ে যায়," জানিয়েছেন সুধা।

যে সাধারণ জীবনযাত্রার জন্য অনেকের কাছে সম্ভ্রমের পাত্রী সুধা, সেই ছিমছাম জীবনযাপনের জন্যই আবার অনেক নেটিজেনদের ঠাট্টা-ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়া ব্যাঙ্গাত্মক মিম এবং পোস্টে ভরে উঠেছে।

"সুধা মূর্তি কি এখনও বেঙ্গালুরুতে থাকেন নাকি তিনি ‘সিম্পলি-সিটি’তে চলে গেছেন?" প্রশ্ন একজনের।

অন্য একজনের মন্তব্য, "আমাদের দেশে ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন হওয়ার পরেও সুধা মূর্তি প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করেন। সিম্পলিসিটি প্রো-ম্যাক্স।"

XS
SM
MD
LG