গৌতম আদানির কোম্পানিকে ক্লিনচিট দিল ভারতের সুপ্রিম কোর্টের কমিটি । শুক্রবার ১৯ মে পেশ করা রিপোর্টে কমিটি বলেছে, আদানিদের বিরুদ্ধে শেয়ারের বাজার দর বাড়িয়ে দেখানোর যে অভিযোগ যুক্তরাষ্ট্রের সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল তার কোনও ভিত্তি নেই। এই অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ মেলেনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, সুপ্রিম কোর্ট গঠিত কমিটির এই বক্তব্যে স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আগামী মাসেই তাঁর রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। তাঁর আগে সে দেশের সংস্থার দেওয়া রিপোর্ট মিথ্যা প্রমাণিত হল দেশের সর্বোচ্চ আদালত গঠিত কমিটির দ্বারা।
রিপোর্টকে হাতিয়ার করেই বিরোধীরা প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছিল। সংসদের যৌথ তদন্ত কমিটি গড়ে গোটা বিষয়টি নিয়ে অনুসন্ধানের দাবিতে সংসদ দিনের পর দিন অচল হয়েছে সরকার তা না মানায়। শুধু তাই নয় ব্যক্তি নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্ক এবং গুজরাতের এই শিল্পপতিকে প্রধানমন্ত্রী নিজে সহযোগিতা করছেন বলে অভিযোগ তোলে কংগ্রেস।
কমিটি বলেছে, আদানিরা তাদের সংস্থায় ছোট ও মাঝারি সব ধরনের লগ্নিকারীর আমানত সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। প্রসঙ্গত, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছিল। আলাদা করে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকেও তদন্ত করতে বলেছে শীর্ষ আদালত।