অচেনা নম্বর থেকে প্রায়ই ফোন আসছে হোয়াটসঅ্যাপে, বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক নম্বর। দিনদিন বাড়ছে সেই প্রবণতা। আর ফোন ধরেলেই প্রতারকদের জালে ফেঁসে যাচ্ছেন ভারতীয় গ্রাহকরা। এমন অভিযোগ জমাও পড়ছে। সেই নিয়ে হোয়াটসঅ্যাপকে ব্যবস্থা নেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছিল মোদী সরকার। এবার ভারতের কেন্দ্র সরকার, হোয়াটসঅ্যাপকে ৩৬ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করার কথা জানিয়ে দিল।
সরকারের তরফে বলা হয়েছে, যেসব নম্বর থেকে ভুয়ো ফোন আসছে সেইসব নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করতে হবে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৬ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে।
বিগত কয়েকদিন যাবৎ দিনে দুপুরে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেতে শুরু করেছেন ইউজাররা। হোয়াটসঅ্যাপে নতুন এই ছক নিয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেক ইউজারই। একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন আসছে। আবার কিছু কিছু সময়ে একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন।
মূলত বিভিন্ন আইএসডি কোড থেকে হোয়াটসঅ্যাপে ফোন ঢুকছে। এই নম্বরগুলি দেখে অনেকের ধারণা, এগুলি কেনিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি দেশ থেকে করা হচ্ছে। 84, +62, +60, +251, +254 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। কখনও ভয়েস কল, আবার কখনও ভিডিও কল। আর একবার ধরলেই ব্যবহারকারীদের টাকা লুঠ হয়ে যাচ্ছে।
সেই নিয়ে হোয়াটস অ্যাপকে নোটিসও পাঠায় কেন্দ্র সরকার। তারপরই মেটা অধীন এই সংস্থার তরফে জানানো হয়, এইসব আন্তর্জাতিক স্প্যাম কল রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে তারা। এবার কেন্দ্র সরকার ৩৬ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করার নির্দেশ দিল। যার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ, ব্যবহারকারীদের নিরাপত্তার ব্যাপারে সবসময় সচেষ্ট।