গৌরী খান নিজের স্বতন্ত্র পরিচয়ে উজ্জ্বল। তিনি ভারতের মুম্বইয়ের অন্যতম বড় ইন্টেরিয়র ডিজাইনার। তাঁর আরেক পরিচয় ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক শাহরুখ খানের স্ত্রী তিনি। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি যা বলিউড নামেই পরিচিত, তার বহু তারকারই বাড়ি কিংবা ফ্ল্যাটের অন্দরসজ্জা করেছেন গৌরী। এমনকী গৌরী-শাহরুখের নিজের স্বপ্নের বাড়ি ‘মন্নত’ও তাঁর নিজের হাতে সাজানো।
গৌরী খানের নতুন বইয়ের উদ্বোধনে দিন দুয়েক আগে একটি সাংবাদিক সম্মেলনে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই গৌরীর কাজ নিয়ে উপস্থিত সবার সামনে কথা বলছিলেন অভিনেতা। তখনই শাহরুখ মজার ছলে বলেন, “গৌরী বাড়ি, রেস্তোরাঁ এবং হোটেল-সহ নানা কিছু ডিজাইন করছেন। শুধু আমার বাড়িতে আমার ঘরের সাজসজ্জাতেই ওঁর হাত পড়েনি। এছাড়া গোটা বিশ্বের সব ডিজাইন করছেন।”
ওই বই প্রকাশ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে রীতিমতো অকপট ছিলেন শাহরুখ খান। যে সমস্ত তরুণ তরুণীরা এই পেশায় আসতে চান, তাঁদের উদ্দেশ্যেও অনুপ্রেরণামূলক বার্তা দিতে শোনা যায় শাহরুখ খানকে। তিনি বলেন, ‘নিজের স্বপ্ন পূরণে বয়স কোনও বাধা হতে পারে না। যে কোনও বয়সে এই কাজ শুরু করতে পারেন। আমার মনে হয় গৌরী মাঝ ৪০-এ এসে এই ডিজাইনারের কাজ শুরু করেছিল।" এরপরই মজা করে বাদশা বলেন, ‘৪০? ওহ, মাত্র ৪০। এখন তো গৌরীর বয়স ৩৭। আসলে আমাদের পরিবারে আমাদের সবার বয়স পিছিয়ে যায়।’
বহু বলিউড তারকার জন্য ঘর সাজানোর পাশাপাশি গৌরী আর্থ এবং স্যাঞ্চোসের মতো রেস্তোরাঁর ডিজাইনও করেছেন। শুধু তাই নয়, আলিয়া ভাটের ভ্যানিটি ভ্যানের ডিজাইনও তাঁর। এর পাশাপাশি সামলাচ্ছেন নিজের শাহরুখের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্টও।