অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বৈঠক প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে: যোগ দেবেন না ‘তৃতীয় ফ্রন্ট’-এ


ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বৈঠকের পরই দিল্লি সফরে গেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সূত্রের খবর ছিল, দিল্লিতে একাধিক বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। যেমন অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাদের সঙ্গে দেখা করতে পারেন বিজু জনতা পার্টির সুপ্রিমো। আর তারপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ‘তৃতীয় ফ্রন্ট’-এর সঙ্গে যুক্ত হবেন কি না নবীন পট্টনায়েক। কিন্তু বৃহস্পতিবার ১১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

বৃহস্পতিবার দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেই বৈঠক নিয়েও কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, তিনি যতদূর জানেন এখনই কোনও ‘তৃতীয় ফ্রন্ট’-এর সম্ভাবনা নেই।

লোকসভা নির্বাচনে বিজেডি কি বিজেপির সঙ্গে হাত মেলাবে? নবীন জানিয়ে দিলেন, বিজু জনতা দল একাই লড়বে এবং সবসময় এটাই পরিকল্পনা ছিল। মোদীর সঙ্গে কী নিয়ে কথা হল সে প্রশ্নের উত্তরে বিজু দলের সর্বোচ্চ নেতা জানান, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। ওড়িশা নিয়ে কথা হয়েছে।

নবীন বলেন, "পুরীতে একটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করার কথা বলেছি প্রধানমন্ত্রীকে। ভুবনেশ্বরে এখন প্রচুর এয়ার ট্রাফিক হয়ে গেছে। সেই কারণেই অন্য জায়গায় নতুন বিমানবন্দর তৈরির ব্যাপার ভাবছি।" তিনি এও জানান, প্রধানমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

বিজেপি বিরোধী দলগুলির মধ্যে নবীন পট্টনায়কের দলের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাই যখন দেশে বিজেপি বিরোধী জোট তৈরি হচ্ছে, তখন সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী অংশ নেন কিনা তা চর্চায় থাকবেই। বিজেপির সঙ্গে না থাকলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কখনই নবীনকে তেমন কিছু বলতে শোনা যায়নি। তিনি যেমন কেন্দ্র সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন তেমন বিরোধীদের সঙ্গেও।

মাস খানেক আগেই ওড়িশা সফরে গিয়ে নবীনের সঙ্গে দেখা করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকও সৌজন্য সাক্ষাৎ ছিল বলে উল্লেখ করেছিলেন দু’জনেই। সেখানেও তৃতীয় ফ্রন্টের প্রসঙ্গ এসেছিল। কিন্তু কেউই সেই নিয়ে মুখ খোলেননি। তবে নীতিশ কুমারের সঙ্গে বৈঠকের বিষয় সামনে আসার পরই সেই জল্পনা আবার উস্কে যায়। যদিও বিজু দলের নেতা স্পষ্টই জানিয়ে দেন তিনি একলা চলার পক্ষেই।

XS
SM
MD
LG