অ্যাকসেসিবিলিটি লিংক

'বাংলাদেশি’ তকমা ঘোচাতে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের আলোরানি সরকার যাচ্ছেন সুপ্রিম কোর্টে


ভারতের সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)
ভারতের সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)

সিঙ্গল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের আলোরানি সরকারের পক্ষে যায়নি। আদালতের দুই বেঞ্চই তাঁকে ‘বাংলাদেশি’ হিসাবে উল্লেখ করেছে। এবার সুপ্রিম কোর্টে আপিল করতে যাবেন বলে জানালেন দু'হাজার একুশের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণের পরাজিত তৃণমূলপ্রার্থী।

ওই কেন্দ্রে একুশে জিতেছিলেন বিজেপির স্বপন মজুমদার। দু’হাজারের সামন্য বেশি ভোটে জিতেছিল বিজেপি। সেই ফল নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন আলোরানি। সেই শুনানিতে স্বপনের আইনজীবীরা তথ্য পেশ করে দাবি করেন, আলোরানির নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতেও।

সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। তারপর বিজেপির স্বপন মজুমদার বলেছেন, "এবার আলোরানিকে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করতে হবে।"

স্বপন মজুমদারের আরও দাবি, আলোরানি শুধু বাংলাদেশের নাগরিক তাই নয়। ওপারের জঙ্গি সংগঠনগুলির সঙ্গেও তাঁর যোগ রয়েছে।

এ নিয়ে আবার পাল্টা আলোরানি বলেছেন, "সংবাদমাধ্যম থেকে আমি জেনেছি, স্বপন মজুমদার হেরোইন, সোনা পাচারে যুক্ত। কয়েক বছর আগে অসমে জেলও খেটেছিলেন। কেউ জানে না ওঁর কী ব্যবসা রয়েছে। তাই উনি কী বললেন তাতে আমার কিছু যায় আসে না।" সেইসঙ্গে তৃণমূলের আলোরানি এও বলেন, "আমি ভারতীয়ই।"

আলোরানি তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেপিতে ছিলেন। ২০১৬ সালে বীজপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। সেবার তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়ের কাছে হেরে যান। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পরে আলোরানি চলে যান তৃণমূলে।

XS
SM
MD
LG