অ্যাকসেসিবিলিটি লিংক

দ্য কেরালা স্টোরি সিনেমা নিষিদ্ধ পশ্চিমবঙ্গে: বিজেপির নিশানায় মমতা বন্দোপাধ্যায়


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব বিরোধী আইন ব্যাজ পরে ভারতের কলকাতায় নাগরিকত্ব বিরোধী আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদে অংশ নিচ্ছেন৷ ২৪ জানুয়ারি ২০২০।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব বিরোধী আইন ব্যাজ পরে ভারতের কলকাতায় নাগরিকত্ব বিরোধী আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদে অংশ নিচ্ছেন৷ ২৪ জানুয়ারি ২০২০।

চিত্র পরিচালক সুদীপ্ত সেনের সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে হইচই পড়ে গেছে সারা ভারতে। হিন্দু-মুসলমান ধর্মীয় অসিহষ্ণুতা ও ধর্ম পরিবর্তন এই সিনেমার মূল বিষয়। কেন্দ্রীয় চরিত্র চার জন নারী। তারমধ্যে সোমবার ৮ মে এই সিনেমা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য, যেখানে সিনেমাটি নিষিদ্ধ করা হল। মমতার এই ঘোষণার পরই আসরে নেমে পড়েছে বিজেপি। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর । তিনি বলেছেন, “এই ছবি নিষিদ্ধ করে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

দ্য কাশ্মীর ফাইলসের পর দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক বাড়ছে দেশজুড়ে। মূলত দেশের বিরোধী শিবির এই সিনেমা প্রদর্শনে আপত্তি জানাচ্ছে। কংগ্রেস নেতা শশী থারুর থেকে শুরু করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম আর কংগ্রেসকে জিজ্ঞেস করতে চাই ওরা কেন আইএসআইএসের মতো সংগঠনের সঙ্গে রয়েছেন? যদি তাঁরা এই সিনেমা নিষিদ্ধ করেন, তবে এটা স্পষ্ট হবে যে ওরা আইসিসের সঙ্গে একাত্ম!”

অনুরাগের এই কথায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র বিধায়ক তাপস রায় বলেছেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন সরকারের মুখপাত্র। তিনি যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে প্রশাসনিক শালীনতাবোধ বলে ওদের কাছে কিছু নেই। ওদের সবটাই রাজনীতি।” তাপস রায়ের কথায়, “এই মন্ত্রীই দিল্লি ভোটের সময়ে জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, গোলি মারো শালো কো। তাঁর কাছ থেকে এর চেয়ে বেশি কী প্রত্যাশা করা যায়? দেশে বিভাজনের বিষ ছড়ানোর জন্যই এঁদের পুষে রেখেছেন নরেন্দ্র মোদী।”

এদিন পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনিক সদর দপ্তর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন, দ্য কেরালা স্টোরি সিনেমাটি বাংলার কোনও হলে যেন না চলে। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, শান্তি সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।

বাংলা ছাড়া তামিলনাড়ুতেও এই সিনেমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সে রাজ্যের সরকার ছবিটি সরকারিভাবে ব্যান ঘোষণা না করলেও হল মালিকরা সিনেমা প্রদর্শন করতে চাননি। অশান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

XS
SM
MD
LG