ভারতে কাশ্মীরে ফের জঙ্গি হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই জওয়ান। আরও ৪ চার সেনা আধিকারিক গুরুতর আহত হয়েছেন। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জওয়ানের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার ৫ মে কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমনের জন্য অভিযান চালায় ভারতীয় সেনা। সেই অভিযানের সময় আচমকাই সেনাদের দিকে ছুটে আসে গুলি। এমনকী বোমাও ছোড়া হয়। সেই বোমার আঘাতেই ঘটনাস্থলে ২ জন সেনার মৃত্যু হয়।
সেনা সূত্রে খবর, কান্দি এলাকার কেশরী পার্বত্য এলাকায় ভারতীয় সেনা অভিযান চালায়। সেনা তাদের বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গলের মধ্যে জঙ্গিদমনের অপারেশন করা হয়। ওই জঙ্গলের মধ্যে কয়েকটি জঙ্গিগোষ্ঠী গোপনে আশ্রয় নিয়েছিল।
শুক্রবার ৫ মে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের পাল্টা ছোড়া বোমার আঘাতেই প্রাণ হারান দুই জওয়ান।
গত তিনদিন ধরে উপত্যকা এলাকায় জঙ্গি দমনের অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন খবর পেয়ে তাই দফায় দফায় কাশ্মীরে জঙ্গি দমনের অভিযান করছে ভারতীয় সেনারা।