অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর-পূর্বে মণিপুরে বিক্ষোভ ঠেকাতে বিজেপি সরকারের দেখা মাত্রই গুলির নির্দেশ


ভারতের উত্তর-পূর্বে মণিপুরে বিক্ষোভ
ভারতের উত্তর-পূর্বে মণিপুরে বিক্ষোভ

ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ভয়ঙ্কর অবস্থা। জনজাতি-উপজাতি বিক্ষোভ চরম আকার নিয়েছে। কার্ফু জারি করে, নেট পরিষেবা বন্ধ করেও রোখা যাচ্ছে না বিক্ষোভকারীদের। এমন চরম পরিস্থিতিতে মণিপুরের ক্ষমতাসীন বিজেপি সরকার কড়া নির্দেশ জারি করল। সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে যে জায়গায় হিংসা চরম আকার নেবে, বিক্ষোভকারীরা আইন ভাঙবে, সেখানে সরাসরি গুলি চালানো হোক। হিংসা থামাতে চরম পদক্ষেপ করল মণিপুর সরকার।

সমস্ত জেলার জেলাশাসক, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং শান্তি ফিরিয়ে আনতেই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

ভারতের উত্তর-পূর্বে মণিপুরে বিক্ষোভ ঠেকাতে বিজেপি সরকারের দেখা মাত্রই গুলির নির্দেশ
ভারতের উত্তর-পূর্বে মণিপুরে বিক্ষোভ ঠেকাতে বিজেপি সরকারের দেখা মাত্রই গুলির নির্দেশ

বুধবার ৩মে বিকেলেই রাজ্যের বিজেপি সরকার অধিকাংশ জেলায় কার্ফু জারি করেছিল। কিছু জায়গায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আগেই। সংঘর্ষ শুরু হওয়ার পরপরই বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সামরিক ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। সরকারি তরফে জানানো হয়েছিল বড় জমায়েত করা যাবে না।

তারপরেও হিংসা থামেনি বলে অভিযোগ। দু’দিন আগেই সইকুল এলাকায় ১১ জন জখম হন সংঘর্ষে। গুলি লাগে দু’জনের। গতকালও নতুন করে হিংসা মাথাচাড়া দেয়। নানা জায়গায় রাস্তায় ভাঙচুর চলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। গুলিও চলে। তারপরেই সরকারের তরফে কড়া নির্দেশ জারি করা হয়।

XS
SM
MD
LG