অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতায় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ


ভারতে সমলিঙ্গ বিয়ের বৈধতা দাবি করে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। কেন্দ্র ইতিপূর্বেই এই বিয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এবার সেই নিয়ে আপত্তি তুলল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদও। সমকামী বিয়ের বিরুদ্ধে এবার দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিল তাঁরা।

দেশের শীর্ষ আদালতে সমলিঙ্গ বিয়ের বৈধতা দাবি করে যে আবেদন করা হয়েছে, তার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা শাখার সভাপতি মহেন্দ্রপাল সিং। সোমবার ১লা মে তাঁরা আগরতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন। এই বিবাহের বিরুদ্ধে খুব শিগগিরই বড়সড় আন্দোলনে নামা হবে বলে জানা গিয়েছে। তাঁর মতে, এই আবেদনটি দেশের সনাতনী বিশ্বাসকে আঘাত করেছে।

উল্লেখ্য, শুধু বিশ্ব হিন্দু পরিষদ নয়, সমকামী বিয়ে নিয়ে এর আগেই কেন্দ্র আপত্তি জানিয়েছে। সরকারের মতে, সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এর আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের এই মামলার শুনানির বিরোধিতা করেছেন। এমনকী এ ব্যাপারে দেশের জনগণের উপর সিদ্ধান্ত অর্পণ করা উচিত বলেই মতপ্রকাশ করেছেন তিনি।

সমকামী বিয়ের বৈধতার দাবি নিয়ে গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্টে একটি শুনানি হয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানিতে সমকামী দম্পতিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে। ভারতে সমকামী বিয়ে আইনি স্বীকৃতি না পেলে, মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সাংবিধানিক বেঞ্চ।

XS
SM
MD
LG