অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে দু'হাজার চব্বিশে কেন্দ্রে বিজেপিকে হারাতে ডাক মমতা বন্দোপাধ্যায়ের


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এপি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এপি

দু' হাজার একুশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল ২ মে। বিজেপিকে বাংলায় রুখে দেওয়ার আজ দু’বছর পূর্তি হল। এদিন সকালে টুইট করে বাংলার মানুষকে ‘মা-মাটি-মানুষ দিবসে’র অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট সমস্ত বিরোধী উদ্দেশে বার্তা দিয়েছেন। তাঁর মতে,দু'হাজার চব্বিশে ভারতেএ সংসদ নির্বাচনে সবাই একজোট হলে নরেন্দ্র মোদীকে হারানো অসম্ভব নয়।

সপ্তাহ খানেক আগে নবান্নে পৌঁছে মমতার সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সেদিনও তিনি জাতীয় স্তরে বিজেপি বিরোধী সার্বিক ঐক্যের কথা বলেছিলেন। এদিনও সেই একইভাবে সব দলকেই বার্তা দিতে চাইলেন দিদি।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দোপাধ্যায় এদিন একুশের কথা টেনে সমস্ত অ-বিজেপি দলকে বার্তা দিতে চেয়েছেন এই যে, বাংলায় গোটা কেন্দ্রীয় সরকার তাদের শক্তি নিক্ষেপ করেছিল। তাও দাঁত ফোটাতে পারেনি। তাহলে সারা দেশে যদি মজবুত বিরোধী জোট হয় তাহলে বিজেপি হারতে বাধ্য। ইতিমধ্যেই তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর ব্যক্তিগত কোনও ইগো নেই। কোনও সুপ্ত বাসনাও নেই। মূল লক্ষ্য কেন্দ্রের তখত থেকে বিজেপিকে হঠানো।

এ ব্যাপারে বিজেপির বক্তব্য খুবই স্পষ্ট। গেরুয়া শিবির বলেছে, উনিশের লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সবাইকে তুলে এনেছিলেন। তারপর কী হয়েছিল গোটা দেশ দেখেছে।

মমতা এদিন এও বলেন, মানি-মাসল-মাফিয়া শক্তির সঙ্গে দেশকে লড়তে হচ্ছে। প্রত্যয়ের সঙ্গেই মমতা এই ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ জিতবে, দেশ জিতবে।’

গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, "আগামী লোকসভায় বিজেপি জিতবে না, জিতবে না, জিতবে না। কেন জিতবে না, কী অঙ্ক—সব এখন বলব না।"

XS
SM
MD
LG