বলিউডের অন্যতম সফল সঙ্গীত পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই আছেন এ আর রহমান। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন জায়গায় কনসার্টে পারফর্ম করেন এই অস্কারজয়ী গায়ক সঙ্গীত পরিচালক। সেসব কনসার্টে ভিড়ও হয় চোখে পড়ার মতোই। রবিবার ৩০ এপ্রিল, তেমনই এক কনসার্টে উপস্থিত ছিলেন এ আর রহমান। তবে, আচমকাই ঘটল বিপত্তি।
ভারতের মহারাষ্ট্রের পুণের ওই কনসার্টে একের পর এক সুপারহিট গান গাইছিলেন এ আর রহমান । আচমকাই সেখানে পৌঁছান এলাকার পুলিশ কর্তৃপক্ষ । শিল্পীকে অনুরোধ করা হয় গান থামানোর জন্য। কারণ হিসেবে বলা হয় রাত ১০টার পর গান গাইবার অনুমতি পাওয়া যাবে না।
জানা যায় শিল্পীর অনুষ্ঠান প্রায় শেষের মুখেই ছিল। শেষ গানই মঞ্চে গাইছিলেন রহমান। সেই সময় ঘড়ির কাঁটা যে রাত ১০টা পেরিয়েছে তা খেয়াল ছিল না কারও। ফলে, গান অসমাপ্ত রেখেই মঞ্চ থেকে নামতে হয় রহমানকে।
এই ঘটনায় হতাশ হয়ে পড়েন দর্শকরা। অনেকেই ক্ষোভ উগরে দেন পুলিশের উপর। তাঁদের অভিযোগ চতুর্দিকে যেখানে বহু অনৈতিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত নিয়মের অজুহাতে এই ভাবে একজন অস্কারজয়ী শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াকে সমর্থন করা যায় না।