যুদ্ধে আহত হয়ে দেশের সেনাবাহিনীতে কর্মরত থাকতে পারেন না যে ভারতীয় সেনারা এবার তাঁদের জন্য বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী ।
যে সৈন্যরা যুদ্ধে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্যারা অলিম্পিক-এ এবার সুযোগ করে দেবে ভারতীয় সেনাবাহিনী। সাঁতার, নৌকাবাইচ, তীরন্দাজ, শুটিং এই ধরনের খেলাগুলিতে যাতে যোগদান করতে পারেন দেশের সেনারা তারই প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে।
ভারতীয় সেনাবাহিনীর আশা তাঁদের সম্পদ এই অফিসাররা প্রশিক্ষণ পেলে প্যারা অলিম্পিকে দেশকে পদক এনে দিতে পারবেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসারের কথায়, যে কর্মীরা এখন চোটের কারণে নিয়মিত যুদ্ধে অংশ নিতে পারেন না তাঁদের অনেকেরই নিশানা অব্যর্থ। ফলে, উপযুক্ত প্রশিক্ষণ পেলে তাঁরা অবশ্যই হয়ে উঠবেন এক একজন দক্ষ খেলোয়াড়।
প্রাক্তন সমরকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে মিশন অলিম্পিক উইং এর অধীনে। এই সংস্থার অধীনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যা প্রাক্তন সেনাদের শুটিং, নৌকাবাইচ, তীরন্দাজ ইত্যাদিতে প্রশিক্ষণ দেবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্দিষ্ট সংখ্যক প্রাক্তন সেনাকে বেছে নেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য।