ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলো সাজানোর খরচ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই সে রাজ্যের ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সরকারের খরচ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আপ-এর দাবি, দিল্লিতে ৩৬ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন। সেটি নির্মাণে খরচ হচ্ছে ৪৬৭ কোটি টাকা।
আম আদমি পার্টি আরও দাবি করেছে, প্রধানমন্ত্রীর নতুন বিমানটি কিনতে ভারত সরকারের কোষাগার থেকে আট হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। আপ নিশানা করেছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরকেও। আম আদমি পার্টির দাবি, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর জন্য ব্যয় হয়েছে ১৪৮৪ কোটি টাকা।
লক্ষণীয় হল, রাজনীতির যে কোনও বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে টুইট করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের সরকারি বাংলো সারাতে ৪৫ কোটি টাকা খরচ নিয়ে কোনও মন্তব্য করছেন না। তবে তাঁর দলীয় বাহিনী বসে নেই। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও লাগাতার নিশানা করে চলেছে আপ।
দিল্লিতে প্রধানমন্ত্রীর বর্তমান সরকারি বাসভবন ৭ রেসকোর্স রোডের বাংলোটিও সম্প্রতি সংস্কার করা হয়েছে। আপ-এর দাবি, বাংলোটির সংস্কারে খরচ ধরা হয়েছিল ২৭ কোটি টাকা। কিন্তু ব্যয় হয়েছে ৮৯ কোটি টাকা। আপ-এর বক্তব্য, কার টাকায় প্রধানমন্ত্রীর বাংলো সাজানো হয়েছে।
অরবিন্দ কেজরিওয়ালের বাংলো সারাতে বিপুল টাকা খরচের ব্যাখ্যাও হাজির করেছে আপ। তাদের বক্তব্য, ১৯৪২ সালে তৈরি বাংলোটির এতটাই দূরবস্থা হয়েছিল যে মুখ্যমন্ত্রী এবং তাঁর বাবা-মায়ের ঘরের সিলিং খসে পড়ে। ওই সব ঘটনার পর পূর্ত দফতর বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নেয়। ৪৫ কোটি নয়, খরচ হয়েছে ৩০ কোটি টাকা।