ভারতে সমকামী বিবাহ আইনি সমর্থন পাবে কিনা, এই নিয়ে দীর্ঘ চাপানউতোর শুরু হয়েছে অনেক দিন থেকেই। সমকামী এবং রূপান্তরকামীদের বিয়ের অধিকারকে স্বীকৃতি দেওয়ার লড়াই পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছেন এই বিষয়টিকে। এই পরিস্থিতিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আইনজীবী গোষ্ঠী সমকামী বিয়ের অধিকারের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করলেন।
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে সভাপতি মনন কুমার মিশ্র জানান যে এই প্রস্তাব রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারের পরেই গৃহীত হয়েছে। এই প্রস্তাবেও ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার দোহাই দিয়ে সমকামী বিবাহ প্রস্তাবকে বাতিল করার কথা বলা হয়েছে।
বার কাউন্সিলের সদস্যদের মতে ভারতে বিয়ে বংশ রক্ষার একটি অন্যতম উপায়। তাছাড়া ভারতে শুধুমাত্র নারী এবং পুরুষের মধ্যেই বিয়ে স্বীকৃত। ফলে, সমকামী বিবাহ ভারতে স্বীকৃত হলে তা ভারতীয় সংস্কৃতিতে আঘাত করবে।
পাশাপাশি, পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। বার কাউন্সিলের মতে ভারতের ৯৯ শতাংশ মানুষ সমকামী বিয়ের বিরুদ্ধে মতামত পেশ করেছেন। তাছাড়া এই বিয়ে স্বীকৃত হলে ভারতীয় জনগণ তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন এমন আশঙ্কার কথাও জানিয়েছেন বার কাউন্সিল তাঁদের এই রিপোর্টে।
আগামী ২৫ এপ্রিল এই সংক্রান্ত পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার আগেই বার কাউন্সিলের মতামতকে সাধারণ মানুষের মনের কথা হিসেবে দাবি করে আইনজীবীরা সমকামী বিয়ের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন।