মোদী পদবিধারীদের মানহানির অভিযোগ নিয়ে দায়ের হওয়া আর এক মামলায় আপাতত স্বস্তি পেলেন জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহার রাজ্যের পাটনা হাইকোর্ট সোমবার সেখানকার নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে।
তাঁকে মঙ্গলবার ২৫ এপ্রিল অর্থাৎ পাটনার নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে শনিবার হাইকোর্টে মামলা করেন রাহুল গান্ধী।
পাটনাতেও রাহুলের বিরুদ্ধে মোদী পদবিধারীদের মানহানির মামলা করেছেন বিহারের বিজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। রাহুল গান্ধীর কর্নাটকের বক্তব্যকে হাতিয়ার করেই মামলা করেন বিহারের নেতা।
রাহুল গান্ধীর তরফে হাই কোর্টে বলা হয়, একই মন্তব্যের জন্য গুজরাতের সুরাত আদালতে তাঁর সাজা হয়েছে। সেই মামলায় তিনি উচ্চ আদালতে আর্জি জানিয়েছেন। একই ধরনের মামলায় দুটি আদালতে শুনানি চলতে পারে না। হাইকোর্ট বলেছে, মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে।