অ্যাকসেসিবিলিটি লিংক

বডিশেমিং-কে পাত্তা না দেওয়ার পরামর্শ বলিউড নায়িকা কাজলের


বলিউড অভিনেত্রী কাজল। (ফাইল ছবি)
বলিউড অভিনেত্রী কাজল। (ফাইল ছবি)

বলিউডের নায়িকা মানেই তাঁকে হতে হবে ফর্সা, তন্বী এমন ধারণাই বরাবর প্রাধান্য পেয়েছে ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে, বডিশেমিং নিয়ে সাম্প্রতিক কালে সুর চড়িয়েছেন বলিউডের অনেক অভিনেত্রীই। এবার সেই তালিকায় নাম লেখালেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকে তাঁকে মোটা, কালো বলে বিদ্রুপ করা হতো বলে জানান কাজল। পাশাপাশি, চোখে চশমা থাকায় সেই নিয়েও কটাক্ষের শিকার হতে হতো অতীত দিনের নামজাদা নায়িকা তনুজার কন্যাকে। তবে সেসবে তিনি মোটেই পাত্তা দিতেন না এমনটাই জানান অভিনেত্রী।

তাঁর দিকে ধেয়ে আসা সমস্ত কটাক্ষকেই উড়িয়ে দিয়ে কাজল মনে করতেন যারা কু-মন্তব্য করছেন তাঁদের তুলনায় তিনি অনেক বেশি বুদ্ধিমতী এবং সফল। এখনও নিন্দুকদের সম্পর্কে এমনটাই ভাবেন বলে জানান কাজল। সেই সময়ে কালো, মোটা এই ধরনের মন্তব্যের পাশাপাশি, বিভিন্ন অনুষ্ঠানে চশমা পরে যেতেন তিনি, সেই নিয়েও উড়ে আসত টিটকিরি। চশমা পরলেও সমালোচকদের তুলনায় তিনি নিজেকে বেশি স্মার্ট মনে করতেন।

কাজলের স্পষ্ট বক্তব্য যে সমালোচনাকে পাত্তা না দিলে একসময়ে নিন্দকদের মুখ বন্ধ হয়ে যায়। ফলে, বডিশেমিংকে পাত্তা না দেওয়ারই পরামর্শ এই অভিনেত্রীর। তার বদলে নিজের কাজে মনোযোগী হলে সফল হওয়া কেউ আটকাতে পারবে না বলেই জানান কাজল।

XS
SM
MD
LG