অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে: জানাল ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন


ভারতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইংরিজিতে উত্তর লেখা বাধ্যতামূলক থাকছে না। ভারতের আঞ্চলিক ভাষাতেও উত্তর লেখা যাবে।

ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’র চেয়ারম্যান জগদীশ কুমার বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশিকার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

ইউজিসি-র নিয়ম অনুযায়ী ভারতে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন এবং পরীক্ষা ইংরাজি ভাষায় হওয়ার কথা। যদিও কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক এবং ইংরিজি, দুই ভাষাতেই ক্লাস হয়। বহু ছাত্রছাত্রী পরীক্ষার খাতায় আঞ্চলিক ভাষায় উত্তর লিখে থাকে।

ইউজিসি চাইছে সব বিশ্ববিদ্যালয়েই একই নিয়ম চালু হোক। অর্থাৎ ইংরিজি ও আঞ্চলিক, পড়ুয়ারা তাদের সুবিধা মতো ভাষা বেছে নিক। জাতীয় শিক্ষানীতি মেনে এই নির্দেশিকা দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।

ভারতে জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ভাষায় উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। ইউজিসি-র চেয়ারম্যান তাই বিশ্ববিদ্যালয়গুলিকে আরও অনুরোধ করেছেন, আঞ্চলিক ভাষায় টেক্সট বই বা পাঠ্যবই প্রকাশের উদ্যোগ নিতে।

XS
SM
MD
LG