গত ১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে সভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকে একবারের জন্যও সিএএ বা এনআরসি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি। এ নিয়ে যখন বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে তখন সোমবার ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গের রাজ্য প্রশানের সদর দপ্তর নবান্নে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “দক্ষিণ ও উত্তর ২৪ পরগনাকে (পশ্চিমবঙ্গের দু’টি জেলা) চিহ্নিত করে একটা সম্প্রদায়কে হঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার”। এ ব্যাপারে কেন্দ্রের এক সচিব রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন মমতা। সেই চিঠি থেকে অংশবিশেষ এদিন পড়ে শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে বেআইনি আধার কার্ড যাচাই করে সেগুলি বাদ দেওয়ার কাজ করতে হবে। যাদের নাম বাদ পড়বে তাদের বিদেশি (মতান্তরে বেআইনি অনুপ্রবেশকারী) হিসাবে চিহ্নিত করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন মুসলমান শব্দটা উচ্চারণ না করেও বুঝিয়ে দিতে চেয়েছেন ‘একটি সম্প্রদায়’-এর অর্থ কী। ওই চিঠি থেকে জায়গার নামও পড়ে শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার বারাসত, দত্তপুকুর, হাবরা, স্বরূপ নগর, বাদুড়িয়া, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বাগদা, গাইঘাটা, ঘোলা, খড়দহ, রহড়া, বারুইপুর, ক্যানিং, জীবনতলা, কুলতলি, সল্টলেক, ন্যাজাট, ঝড়খালি, সুলতানপুর-সহ বিভিন্ন এলাকায় এই আধার কার্ড যাচাই অভিযান হবে বলে উল্লেখ রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “এলাকা শুনেই বুঝতে পারছেন কাদের তাড়াতে চাইছে। ঘুরপথে আবার সিএএ, এনআরসির কার্ড খেলতে চাইছে বিজেপি”। মমতার আরও অভিযোগ, “বিজেপি এসব করে মেরুকরণের বাতাবরণ তৈরি করতে চাইছে। আর একাংশের সংবাদমাধ্যম তাতে গা ভাসিয়ে দিচ্ছে”।
মোট আটটি রাজ্যের এলাকা চিহ্নিত করে কেন্দ্রীয় সরকার এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বেঙ্গালুরু, মুম্বই, এর্নাকুলামের মতো জেলাও রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করেই বলেন, চব্বিশে ভোট আসছে। তার আগে মেরুকরণকে তীব্র করতেই এ হেন চিঠি পাঠাচ্ছে কেন্দ্র।
গত কিছুদিন যাবত যখন শাসকদলের প্রতি মুসলমান সম্প্রদায়ের সমর্থন নিয়ে চর্চা শুরু হয়েছে তখন সোমবার মুখ্যমন্ত্রী এই চিঠি দেখিয়ে বোঝাতে চাইলেন, কেন্দ্রীয় সরকার বাংলার জেলা চিহ্নিত করে সংখ্যালঘু তথা মুসলমানদের উৎখাত করতে চাইছে।